মোঃ গোলজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর) উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তথা স্মার্ট উপজেলা হিসেবে সুন্দরগঞ্জকে গড়ে তোলার জন্য পরপস্পরের সহযোগিতা একান্ত প্রয়োজন। সে জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ স্মার্ট সুন্দরগঞ্জ উপজেলাকে গড়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, আপনারা সবাই যেই দপ্তরের দায়িত্ব্ েরয়েছেন সেখানে থেকেই জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মনে রাখতে হবে জনগণের টেক্সের টাকাই আপনাদের বেতন-ভাতা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা স্বাস্থ্যও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা রাশেদুল কবির, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার, মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ আরও অনেকে।
এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর) কে উপজেলা চত্ত¡রে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তারা।