28 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

দোহারের ধীৎপুরে বসতঘরে দুর্বৃত্তের আগুন, আহত-৫

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় রাতের আধারে শেখ জুলহাস উদ্দিন এর বাড়িতে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন শিশুসহ পাঁচজন আহত আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারী) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শেখ জুলহাস উদ্দিন (৪৮), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজি তাবাছছুম (১০)।

প্রত্যক্ষ্য দর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে শেখ জুলহাস উদ্দিন হঠাৎ তার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। এ সময় ঘরের বাইরে প্রধান দরজায় তালা দেখতে পেয়ে দেয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সবকিছু।

পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান আহতের আত্মীয় ও প্রতিবেশীরা।

এ বিষয়ে দোহার থানা ওসি হারুন অর-রশিদ জানান, এ ঘটনায় আহতের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!