কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ৩ হাজার কেজি বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ এবং ৪ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ জানুয়ারী) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি বাস থেকে এই জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশের বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় ওই বাস থেকে বিক্রি নিষিদ্ধ ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আসাদ বেপারী, নান্নু চৌকিদার, সাগর হোসেন ও আলী হোসেন নামের চার জন মাছ ব্যবসায়ী প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।