সিনিয়র প্রতিবেদক :
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ এই দুই উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লক্ষ ১৫ হাজার ৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
দোহার উপজেলায় মোট ৭৮ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী সালমান এফ রহমান পেয়েছেন ৬৩ হাজার ৭ শত ৪৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫৫ ভোট।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার ১০৬ টি ভোট কেন্দ্রে সালমান এফ রহমান পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৮ শত ৭৫ ভোট।
এই দুই উপজেলায় মোট ১৮৪ ভোট কেন্দ্র সালমান এফ রহমান পেয়েছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৫ ভোট এবং সালমা ইসলাম পেয়েছেন মোট ৩৪ হাজার ৯ শত ৩০ ভোট।
ঢাকা-১ আসনে দোহার ও নবাবগঞ্জ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। এ দুটি উপজেলায় প্রাপ্ত ভোট কাষ্ট হয়েছে ৩৭.৮১ ভাগ।