সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ৫৩তম শোরুম উদ্ভোধন করেছে দেশের জনপ্রিয় ব্রান্ড পোশাকের শোরুম “ফেস-২”। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জয়পাড়ার অবকাশ হল রোডের জয়পাড়া সিটি সেন্টারের নিচ তলায় কেক ও ফিতা কাটার মধ্যে দিয়ে এ শোরুমটি উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন শেষে ক্রেতা ও অতিথিবৃন্দরা শোরুমটি ঘুরে ঘুরে দেখেন। এ শোরুমটিতে নারী, পুরুষ ও ছোট সোনামনিদের জন্য বাহারী সব আধুনিক ডিজাইনের রুচি সম্মত পোশাক দিয়ে সাজানো হয়েছে। শোরুমটি উদ্ভোধন কালে অসংখ্য ক্রেতার সমাগম ঘটে। ক্রেতাগণ আকর্ষণী সব বাহারী পোশাক পেয়ে খুবই খুশি। আর এ শোরুমটি উদ্ভোধন উপলক্ষে আগামী ১৫ দিন রয়েছে বিশেষ মূল্য ছাড়।
ফেস-২ এই শোরুমটি উদ্ভোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার।
এ সময় খোকন শিকদার বলেন, ফেস-২ এই শোরুমটিতে অনেক রুচি সম্মত বাহারী রঙের সব পোশাক দিয়ে সাজানো হয়েছে। পোশাকের কোয়ালীটি অত্যন্ত চমৎকার। পোশাকের দামও রয়েছে অনেক রিজনাবল প্রাইজের মধ্যে। যা সর্ব সাধারণের ক্রয় ক্ষমতার উপযোগি। তাই আমি আশা করি এই ব্যান্ড ফেস-২ শুধু দোহারে নয় সারা বাংলাদেশে অনেক অনেক সুনাম অর্জন করবে। আমি এই শোরুমটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি যেন সামনে আরও সুন্দর সুন্দুর ও মান সম্মত পোশাক আমাদের উপহার দিতে পারে।
শোরুমটিতে পোশাক ক্রয় করতে আসা এক নারী ক্রেতা বলেন, এই শোরুমটি অনেক সুন্দর ও সাজানো গুছানো। খুবই কোয়ালীটি সম্পূর্ণ পোশাকের সমাহার। আধুনিক ও রুচি সম্মত পোশাক দেখতে পাচ্ছি। তুলনামূলক ভাবে পোশাকের দামও অনেকটা হাতের নাগালের মধ্যে রয়েছে। আমার অনেক ভাল লেগেছে এই শোরুমটিতে এসে। এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ লাগছে।
শোরুমটির সত্ত¡াধীকারী মোঃ শফিকুর রহমান শাহীন বলেন, আমাদের ফেস-২ ব্যন্ডের সকল প্রোডাকশনের সকল ফেব্রিকস ও ম্যাটেরিয়ালস আসে বাহিরে থেকে। আমাদের পোশাকের গুণগত মান খুবই উন্নত কোয়ালীটির। বাচ্ছা থেকে শুরু করে সকল বয়সের নারী ও পুরুষের পছন্দের রুচিশীল পোশাক নিয়ে এসেছে আমাদের ফেস-২ ব্যান্ড। সকলের অনেক ভাল লাগবে আশা করি।