নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রথমবার প্রকাশ হয়েছে নৈপূণ্য অ্যাপসে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার প্রত্যন্ত এলাকার বিদ্যাপীঠ তাশুল্লা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল নৈপূণ্য অ্যাপসের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী।
এ সময় পলাশ চৌধুরী বলেন, উন্নত জীবনগঠণে এ শিক্ষা পদ্ধতি অত্যান্ত কার্যকরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেশে এ শিক্ষা ব্যবস্থা চালু করায়। আগামী ১ জানুয়ারি বই উৎসবের দিন অভিভাবককে সবাই সাথে নিয়ে আসবে । ঐদিন শিক্ষকগণ তাদের শিখন পদ্ধতি বুঝিয়ে দেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাক, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ আলী সিকদার, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক দেওয়ান, কাজী রিজু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য তারিকুল ইসলাম, ফজলুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার সরকারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।