নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী কাজী আব্দুল আওয়াল ও প্রধান আলোচক ছিলেন পিকেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ্ আজিজুর রহমান।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আয়েশা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন রাজধানী বংশালের মিল্লাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী বখতিয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বেঙ্গল ট্যুরস লিমিটেডের পরিচালক এটিএম ছাদেকুর রহমান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন, আলমগীর কবির দর্পণ, সংবাদকর্মী বিপ্লব ঘোষ। উপস্থিত ছিলেন সমাজপতি বাসের মোল্লা, বাহ্রা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রিমা আক্তার, সমাজকর্মী মিজানুর রহমান, লুৎফর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার, শিক্ষক শেলী সুলতানা, সুমি আক্তার, রুপা আক্তার, নিঝু আক্তার, শেফালী আক্তার, সুমা আক্তার, তাহমিনা আক্তারসহ আরও অনেকে।