27 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবে: সালমান এফ রহমান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সুজন খান :
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রাথী সালমান এফ রহমান বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবে। কারণ আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে। আমি দোহার ও নবাবগঞ্জ এই আসনে ব্যাপক উন্নয়নের কাজ করেছি। তাই জনগণ আমাকেই নির্বাচিত করবেন।

সালমান এফ রহমান বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সাথে এ ব্যাপারে আলোচনা করেছি।

তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে তবে শান্তিপূর্ণ হবে কিনা তার নিশ্চয়তা দেয়া যায় না কারণ বিএনপি যেসব কর্মকান্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তাঁর নির্বাচনী এলাকা দোহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান দাবি করেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিলো বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে।

তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যেধরণের ধ্বংসাত্বক জ্বালাও পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী। সেই সাথে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান সালমান এফ রহমান। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন। প্রবাসীরা দেশে ফেরত এলে কি করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন। তারা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করবো। তাছাড়া বিদেশে যাওয়ার সময় তারা যেনো দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারেও সহযোগিতা করা হবে। একই সাথে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরণের সহযোগিতার আশ্বাস দেন সালমান এফ রহমান।

সালমান এফ রহমান আরো বলেন, দোহার- নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিলো নদী ভাঙন। যা প্রতিরোধে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি। এটা শেষ হলে এ এলাকার মানুষদের স্থায়ী সমস্যার সমাধান হবে। এছাড়াও আপনাদের সবার দাবি ছিলো এলাকায় গ্যাস সংযোগ, সেটাও শুরু হয়ে গেছে এবং দ্রæতই শেষ হবে। তাছাড়াও কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে পুনরায় নির্বাচিত হলে সব কাজ সম্পূর্ণ করা হবে।

এর আগে সোমবার লিফলেট বিতরণের মধ্য দিয়ে ঢাকা ১ আসনে নির্বাচনি প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনিত প্রাথী সালমান এফ রহমান। সকাল থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেন স্থানীয় সাংসদ সালমান এফ রহমান। এই সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় সব শ্রেণী পেশার ভোটারদের সুখ দুঃখের কথা শুনতে চান বর্তমান সাংসদ। তাকে কাছে পেয়ে নিজেদের কথা বলতে থাকেন এলাকার সাধারণ মানুষ।

সালমান এফ রহমান গ্রামের রাস্তায় গেলে সাধারন মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। এসময় ¯েøাগানে ¯েøাগানে মুখর করে রাখে দলীয় নেতা কর্মীরা। তিনি মানুষের কাছে তার সরকারে বিভিন্ন উন্নেেয়ন কথা তুলে ধরেন সালমান এফ রহমান।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!