কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে মোঃ সাগর (২৫) ও মোঃ শাহিন (৪০) নামের দুই যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা পূর্বপাড়া কলেজ ভিটি এলাকার ফারুক মিয়ার বাড়ির সামনে সাগরকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। অপরদিকে, রবিবার (১০ ডিসেম্বর) রাত দশটায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিনকে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে।
নিহত সাগর মুন্সীগঞ্জের লৌহজং পালগাঁও এলাকার রিপন মোড়লের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সাথে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় রবিন মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
অপরদিকে রবিবার (১০ ডিসেম্বর) রাত দশটায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিনকে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আব্দুল্লাহপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। সে এলইডি বাল্বের ব্যবসা করতো। রাতে তার ভায়রাভাই নাজিরের সাথে ভাওয়ার ভিটি এলাকায় এলইডি বাল্বের কারখানায় যাওয়ার পথে অজ্ঞাতরা গুলি ও এলোপাথাড়ি মারধর করে হত্যা করে।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, আব্দুল্লাহপুর এলাকায় এলইডি বাল্ব ব্যবসায়ী শাহিনের মৃত্যু রহস্যজনক। তার বুকে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেটা গুলির চিহ্ন মনে হচ্ছে না। এছাড়া তার ডান হাতের কয়েকটি আঙ্গুল পুড়ে গেছে এবং ডান পাশের চোখ ঝলসানো রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।