মোঃ গোলজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরন করা হয়।
এ সময় অনুষ্ঠানে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দুইজন কৃষককে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ ভাগ ভর্তুকি দামে বাংলামার্ক লিমিটেডে কোম্পানির কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, ছাপরহাটি ইউপি চেয়ারম্যান কনক কুমার গোম্মামী, বাংলামার্ক লিমিটেডের রংপুর বিভাগ প্রতিনিধি নুর আলম সরকার, বাংলামার্ক লিমিটেডের ম্যানেজার পলাশ চন্দ্র রায়সহ আরও অনেকে।
জানা গেছে ৩৩ লাখ টাকা দামের কম্বাইন হারভেষ্টার মেশিন পঞ্চাশ ভাগ ভতুর্কিতে ১৬ লাখ ৫০ হাজার টাকায় প্রদান করে উপজেলার রামজীবন গ্রামের হায়দার আলীর পুত্র রানা মিয়া ও বামগঞ্জ গ্রামের আলম মিয়ার পুত্র মোখলেছুর রহমান গ্রহন করে।