মোঃ গোলজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রবি চন্দ্র দাস নামের এক জেলের (৫২) মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ^াস হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রবি চন্দ্র উপজেলার রামজীবন ইউনিয়নের কৈকাশদহ গ্রামের নরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার জন্য রবি চন্দ্র দাস রেল লাইন পর হয়ে বামনডাঙ্গা যাচ্ছিল। এ সময় অসাবধান বসত লালমনিরহাট-সান্তাহারগামি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।