নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলণ করা হয়। সেখান থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা ফটকে গিয়ে দুর্নীতি বিরোধী মানববন্ধনে মিলিত হোন।
পরে উপজেলা সভা কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু। উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন।
এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক’র সাবেক সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টার, সদস্য- অ্যাড. একেএম নাসির উদ্দীন, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, সাংবাদিক বিপ্লব ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, এনজিও কারিতাস কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষাণী মায়া বাউল, সাংস্কৃতিক কর্মী সায়মা রহমান তুলিসহ আরও অনেকে।