দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরব সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বুধবার (৬ ডিসেম্বর) রিয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় বৈঠকে যুবরাজ বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে সৌদি আরব ও রাশিয়া একসঙ্গে কাজ করছে। তিনি বলেছিলেন যে, সৌদি এবং রাশিয়া সফলভাবে শক্তি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করছে।
তার পক্ষ থেকে পুতিন বলেছিলেন যে, সৌদি আরবের সাথে রাশিয়ার সম্পর্ক “অভূতপূর্ব পর্যায়ে” ছিল। পুতিন ক্রাউন প্রিন্সকে তার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি প্রথমে আশা করেছিলেন ক্রাউন প্রিন্স মস্কোতে আসবেন।
দুই নেতার আলোচনায় গাজা দ্বন্দ এবং তেল উৎপাদকদের ওপেক গ্রুপে দুই দেশের মধ্যে সহযোগিতার আলোচনা অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। পুতিন বলেন, “অবশ্যই এই অঞ্চলে কী ঘটছে তার তথ্য এবং মূল্যায়ন আদান প্রদান করা এখন আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
আগের দিন সংযুক্ত আরব আমিরাত সফরের পর পুতিন এবং তার সাথে থাকা প্রতিনিধি দল সৌদি সফরে রিয়াদে পৌঁছেছেন। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বিরল বিদেশ সফরে গেলে পুতিনকে আবুধাবিতে স্বাগত জানান।