28 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দোহারে স্বর্ণালংকার উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সংঘবদ্ধ দুর্ধর্ষ চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার ও চুরিকৃত স্বর্ণালংকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেথুয়া গ্রামের সেলিম চোকদারের ছেলে মিলন চোকদার (২৯) ও দোহার গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে নাজির (৩৪)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৫ ভরি ওজনের ১টি স্বর্ণের সীতাহার, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ২ মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এএসপি আশরাফুল আলম জানান, গত ১১ নভেম্বর উত্তর শিমুলিয়া এলাকার হাসিবুর রহমানের বাড়ির লোকজন পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াজ শুনতে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা বাড়ি ফাঁকা পেয়ে ঘরের উপরের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে আলমিরার ভিতরে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণের ১টি সীতাহার, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল, ২টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৯২ হাজার টাকা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানা যায়, এ ঘটনার পর ওই দিনই দোহার থানায় একটি মামলা দায়ের হলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের দিক নির্দেশনায় ও দোহার থানার ওসি মোস্তফা কামালের তত্ত্বাবধায়নে ইন্সপেক্টর শফিকুল ইসলাম সুমন, এসআই জসীমউদ্দিন ও এসআই দেলোয়ার হোসেনসহ দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত দুই জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিকভাবে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!