সিনিয়র প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ ঢাকা-১ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় প্রথমে নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মতিউর রহমান।
নবাবগঞ্জের মনোনয়ন জমা দেওয়ার এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে দোহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন সালামান এফ রহমান। এ সময়সালমান এফ রহমানের মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
মনোনয়নপত্রটি সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জ এই দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন ।
এ সময় দোহারে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারসহ আরও অনেকে।
অপরদিকে নবাবগঞ্জে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদারসহ আরও অনেকে।
এছাড়াও দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ উপজেলা পরিষদের সামনে এসে নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে জড়ো হয়।