কেরাণীগঞ্জ প্রতিনিধি :
কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের উদ্যোগে জনসচেতনতা প্রোগ্রামের আওতায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকালে কদমতলী গোল চত্বর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হেলমেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজামানসহ আরও।
এই জনসচেতনতা প্রোগ্রামের আওতায় শতাধিক মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে এই হেলমেট বিতরণ করা হয়।