নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবায় স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস মেম্বারের বর্দ্ধনপাড়ার বাড়িতে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় রাজধানীর মোহাম্মদপুরের ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডা. ইমামুল কাদের সৌরভ চিকিৎসা সেবা প্রদান করেন।
আক্কাস মেম্বার জানান, গ্রামের অধিকাংশ পরিবার সল্প আয়ের। ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো তাদের পক্ষে সম্ভব নয়। সেই সব পরিবারের কথা চিন্তা করে ঢাকা থেকে চিকিৎসক দল আনা হয়েছে।
এছাড়াও দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগী ব্যবস্থাপত্র, চক্ষু পরীক্ষা শেষে ওষুধ ও চশমা প্রদান করা হয়।