কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের তিন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। আহত তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। এ সময় বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, শুক্রবার বেলা ১২টা ১৬ মিনিটে তারা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটে প্রায় ২০ মিনিট চেষ্টার পর বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ক্ষতিগ্রস্ত বাসটিকে সড়িয়ে নেওনা হয়েছে।