সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ মিজান (৬০) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার রুপারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে এসআই অজিত কুমার রায় ও তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বুধবার দুুপুরে নবাবগঞ্জ থানা এলাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার রুপারচর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মিজান (৬০) কে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৭০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।