সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মোঃ জহিরুল ইসলাম (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী কিশোরগঞ্জে জেলার ভৈরব থানার উত্তরপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম বলেন, শনিবার সকাল ৭টার দিকে প্রিন্টের কাপড় দিয়ে মোড়িয়ে অভিনব কায়দায় গাঁজা পাচার করতেছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেন। জব্দকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।