নিজস্ব প্রতিবেদক :
“পুলিশ-জনতা ঐক্য করি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার দোহারে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করেছে দোহার থানা পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দোহার থানা পুলিশের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দোহার থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ওসি (তদন্ত) আজহার ইসলাম, শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সুমনসহ দোহার থানা পুলিশের অফিসার ও অন্যান্য সদস্যগন।