27 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে’ সামনে রেখে কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) বিকেলে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা ও কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, দক্ষিন বিভাগ (কেরানীগঞ্জ) ঢাকা জেলা ট্রাফিক ঢাকা রেঞ্জের অফিসার্স ইনচার্জ মোঃ জাকির হোসেন , দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সরজিৎ কুমার দাস, মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান সহ দুই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহ জামান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা মনে করি সরকারি কার্যবিধিতে জনগণের সামনে যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে জনগণই পুলিশের ভূমিকা উপনিত হয়ে অপরাধীকে আটক ও দায়িত্ব পালন করতে পারবে। আমাদের লক্ষ্য হলো সমাজের সকল মানুষের নিরাপত্তা। সমাজে অনুকরণীয় অপরাধগুলো যেমন সন্ত্রাস, জঙ্গি, মাদক,ছিনতাই, ডাকাতি, নারীসংগঠিত যে অপরাধ সংগঠিত হয় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে এ সকল অপরাধ কমে এসেছে। তাই সমাজের প্রতিটি মানুষ এ জাতিয় অপরাধ ধমনে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করতে পারবে।

এ সময় ঢাকা জেলা দক্ষিণ বিভাগ ট্রাফিক ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, পুলিশ রাস্তায় সঠিক ভাবে দায়িত্ব পালন করায় সড়কের যানজট কমে এসেছে। আপনাদের জানমালের নিরাপত্তা দেয়া জঙ্গি, সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাই অপরাধীদের দমন করায় আমাদের সমাজে অপরাধ কমে এসেছে। তিনি জনগনকে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করায় ধন্যবাদ জানান। সামনে দিন গুলোতে সহযোগিতা কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!