নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গণে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মিরাজুল আলম।
এছাড়াও সফল সমবায়ী নির্মল সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজীব হাসান, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবিরসহ আরও অনেকে।