27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

জ্বালাও পোড়াও করে সরকার পরিবর্তন হবে না : সালমান এফ রহমান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বিএনপি উদ্দেশ্যে বলেছেন, ডেট লাইনে সরকার পরিবর্তন সম্ভব হয়নি। জ্বালাও পোড়াও করে সরকার পরিবর্তন হবে না। আসুন নির্বাচনে অংশ গ্রহন করুন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচনে অংশ গ্রহন করুন। জনগণ চাইলে ফের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দারা বাস টার্মিনালে আয়োজিত ১০১ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতুসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান এমপি বলেন, বিএনপি-জামাতের বিদেশি বন্ধুদের আশ্বাস টেকেনি। ঘোষিত তারিখেও সরকারের পতন হয়নি। কতো ষড়যন্ত্র, অপপ্রচার সব বৃথা গেল। জ্বালাও পোড়াও শুরু করেছেন। জনগণ যদি আপনাদের প্রতিহত করে আমাদের কিছু করার নেই।

প্রকল্প উদ্বোধনের বিষয়ে এমপি বলেন, প্রকল্পগুলো আমার নির্বাচনী ওয়াদা ছিল। আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার ভয় ছিল- জনগণে দেয়া কথা রাখতে পারবো কিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রকল্প গুলো পাস করিয়েছি।

উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের নিরপেক্ষ জনগণ বুকের উপর হাত রেখে বলুন তো, শেখ হাসিনা সরকারের সময়ে সবার ব্যক্তিগত জীবনে উন্নতি হয়েছে কি না? এ ধারা ধরে রাখতে হলে পুনরায় নৌকা মাকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারসহ আরও অনেকে।

সালমান এফ রহমান এমপি শুক্রবার ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে উপজেলায় ১৭টি প্রকল্পের উন্নয়ন কাজে উদ্বোধন করেন।

সকাল থেকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কালীগঙ্গা নদীর ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন, শোল্লা হাইস্কুল প্রাঙ্গনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেব যোগদান, বিকালে বান্দুরা-নয়নশ্রী সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সন্ধ্যায় বান্দুরায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালমান এফ রহমান এমপি।

প্রকল্প উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদারসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!