নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার নেতাকর্মীদের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজার এলাকায় এ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায় সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল, নবাবগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অমলেস সরকার, দোহার উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি মিহির কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দন মোদক, নবাবগঞ্জ উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, দোহার উপজেলা যুব মহাজোটের সভাপতি অমিত চন্দ্র পাল, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অনন্ত হালদার, সাধারণ সম্পাদক বাবুলাল মোদক, কেন্দ্রীয় হিন্দু ছাত্র মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, দোহার উপজেলা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক অর্ক পাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন তাপস কুমার হালদার। এ সময় বক্তারা, ধর্ম, পরিবার, জাতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর জন্য সকলকে সংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করা হয়ে।