নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা সবুজ সংঘের আয়োজনে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী লক্ষ্নীপুজা উপলক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে পুরাতন বান্দুরা সবুজ সংঘের সভাপতি কৃষ্ণ কুমার সন্ন্যাসী অনুষ্ঠানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার সন্ন্যাসী, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি অমৃত সিদ্ধা তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন।
পুরাতন বান্দুরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক সৈকত মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মহন্ত কুমার হালদার, বাবু লাল মোদক, দ্বীপক পাল, সুদীপ্ত চক্রবর্তী শ্যামল প্রমুখ।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক সাগর সরকার পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়াও একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতায় ঢাকা, নারায়নগঞ্জ ও মানিকগঞ্জের ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।