নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ও জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ঢাকাসহ সারাদেশে নাশকতার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করেন।
সকালে উপজেলার আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয় থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নবাবগঞ্জ। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান, ঢাকা জেলার উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম খলিল, সাফিল উদ্দিন মিয়া, হুমায়ুন কবির, মো. জালাল উদ্দিন, শাহীন খান, তাবির হোসেন খান পাভেল, সুবেদুজ্জামান সুবেদ, সুকুমার হালদার, এস এম সাইফুল ইসলাম, শেখ সুজন বাবু, যুবলীগ নেতা সারোয়ার হোসেন, নুর আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. পলাশ, কৃষকলীগ নেতা সাদের হোসেন বুলু, ছাত্রলীগ নেতা মো. সম্রাট, সোহানুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।