34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নবাবগঞ্জে সততা ফাউন্ডেশনের উপহার রিক্সা পেল প্রতিবন্ধী বাবু

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক :
‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’ শ্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান “সততা ফাউন্ডেশন” এই সততা ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল মজর আলী ফকিরের ছেলে শারিরীক প্রতিবন্ধী মোহাম্মদ বাবুকে মোটরচালিত একটি রিক্সা উপহার দিয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই রিক্সাটি বাবু ও তার পরিবারের মাঝে তুলে দেন সুশীল সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ ও সততা ফউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনটি বিগত ২০১৯ সাল থেকে বিভিন্ন উৎসবের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সময় শাড়ি, কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি, চাউল, গরুর গোশত, সেলাই মেশিন ও ছাগল উপহার দিয়ে আসছে বলে জানান ফাউন্ডেশনের সদস্যরা।

রিক্সা উপহারের সময় উপস্থিত ছিলেন, মেরিন ইঞ্জিনিয়ায় বি.এম সাইফুল মোর্শেদ, সমাজসেবী নাজির আহাম্মেদ, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভাণিংবডি সদস্য মো. নাসির আহাম্মেদ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ জিয়াউর রহমন, মো. বিপ্লব হোসেন, মো. হূমায়ন, মো. হাফিজুর রহমান হাফিজ, মো. মাসুদ রানা, মো. সারোয়ার জামান সম্রাট ও এমদাদুল হক রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাহাদুর ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদুর রহমান সুমন, ওমর ফারুক শারিফীসহ ফাউন্ডেশনের সকল সদস্যরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!