নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলে গ্রেপ্তার করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি। শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩৪ কেজি মা ইলিশসহ ১৪ জেলে আটক হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিন করে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন মো. জহুরুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মানদীর ৩২ কিলোমিটার এলাকায় রাতভর অভিযানে জেলেদের কাছ থেকে ৪০ লাখ ৪ হাজার অবৈধ কারেন্ট জাল ও ১৩৪ কেজি মা ইলিশ জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা মাদরাসায় দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় নদী থেকে ১৪ জেলেকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পদ্মা নদীতে মা ইলিশ ধরা নিষেধ।