সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপরে উপজেলার মুকসুদপুর ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
এ সময় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশরাফুল আলম বলেন, মাদক, কিশোর গ্যাং, বেপরোয়া মোটরসাইকেল চালনা সংক্রান্ত দুর্ঘটনা, বাল্যবিবাহ, গুজব, সাম্প্রদায়িক দাংগা রোধে সকলকে সচেতনতা বৃদ্ধি পূর্বক নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, অপরাধ ও অপরাধীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, পুলিশের সেবা নিন। নাগরিক দায়িত্ব সম্পর্কে নিজে সচেতন হউন ও অন্যদের সচেতন করুন, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান খানসহ ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকসহ আরও অনেক।