সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে জয় রোজারীও (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালেতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বান্দুরা সড়কের বান্দুরা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জয় রোজারীও নয়নশ্রী ইউনিয়নের দেওতলা এলাকার সুনিল রোজারীওর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জয় রোজারীও বান্দুরা বাজার সংলগ্ন সড়কে অনেকদিন যাবৎ বিভিন্ন পরিবহন থামিয়ে যানজটের সৃষ্টি করেন এবং অনৈতিকভাবে চাঁদা আদায় করেন। কেউ দিতে না চাইলে তাকে মারধর করে বলে এমন অভিযোগের ভিত্তিতে বান্দুরা সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চাঁদা আদায়রত অবস্থায় তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম বলেন, পথচারী ও বিভিন্ন পরিবহন চালক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে বলে জয়কে আটক করা হয়। পরে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডা প্রদান করা হয়।