সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল চাপায় মোঃ বশির (৫৮) নামের এক পথযাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দোহার বাজার সংলগ্ন কাজী বাড়ী মোড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ বশির এর বাড়ী দোহারের সোনারবাংলা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজী বাড়ী মোড় মসজিদের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলে চাপা পড়ে গুরুতর আহত হন মোঃ বশির। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।