সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে মোঃ সুজন (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলা কোমরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে যানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে এসআই তানভীর শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কোমরগঞ্জ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুজনকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।