সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতবৃৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান উপস্থিত সকলের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে তিনি সকল সমস্যা বিষয়ে নোট করে নিয়ে তা সমাধানের জন্য সরকারের সাথে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার এএসপি মোঃ আশরাফুল আলম, দোহার থানা ওসি মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুলহক বেপারী, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুল রহমানসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতবৃৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।