সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার এবং আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা দোহার পৌরসভা প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ এর নেতৃত্বে এ অভিযানে পরিচালনা করা হয়।
এ সময় দোহারের করম আলীর মোড় হতে জয়পাড়া বাজার হয়ে থানার মোড় পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত দখলমুক্ত করা হয়। পরে দখলকারীদের প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে আছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আমরা আজ অভিযান পরিচালনা করে রাস্তার ফুটপাত দখলমুক্ত করেছি এবং সবাইকে সতর্ক করা হয়েছে যেন, ফুটপাত দখল করে কোন ব্যবসা পরিচালনা না করেন। পৌরসভা প্রশাসনের যানজট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে দোহার পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশ।