সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুরে দোহার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যেগে এই বর্নাঢ্য র্যালী বের করা হয়।
এ সময় উপজেলা প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত¡রে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ছাত্রছাত্রী।