30 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫

কেরাণীগঞ্জে ২৯৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-৪

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি স্কুটি জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক তাদের গ্রেপ্তার করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদাই শীবপুর এলাকার মৃত আলী শেখ এর পুত্র মোঃ লুৎফর রহমান (৩২), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা পশ্চিমপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিনেরর ছেলে মোঃ নাগর হোসেন (৩২), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আমির হোসেন (৩৫), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বূরকুলিয়া মধ্যপাড়ার মোঃ মোনছের প্রামানিকের ছেলে মোঃ ইয়াছিন আলী (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাবের একটি চৌকস দল একটি অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্য মানের ২৯৩ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি স্কুটি জব্দ এবং ০৮টি মোবাইল ফোন ও নগদ- ৯ হাজার ৫৪৭ টাকা উদ্ধার করা হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!