সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে মাদক সেবনের সময় মোঃ হাকিম (২৬) ও মোঃ টিপু হালদার নামের দুইজনকে এবং গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত সবুজ হোসেন, আফরোজা বেগম ও রুপা মন্ডল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় দুইজন এবং গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত মহিলাসহ তিনজন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করিয়া মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তারকৃত দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।