সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর শাখা নদীতে গোসল করতে নেমে রুবি আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত রুবি আক্তার উপজেলার নাগেরকান্দা গ্রামের মৃত শেখ নোয়াব আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে রুবি আক্তার বাড়ির পাশের নদীর কুমে গোসল করতে যায়। এরপর সেখান থেকে ঐ গৃহবধু নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে না পাওয়ায় দোহার ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল নদীর তীরবর্তী একটি ঝোপ থেকে রুবি আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।