26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

“আমার মৃত্যুর জন্য দায়ী কিস্তির স্যারেরা’’ চিরকুট লিখে পদ্মায় নিখোঁজ বৃদ্ধা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
একাধিক এনজিও থেকে পরিবারে প্রয়োজনে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে চিরকুট লিখে পদ্মা নদীতে মিনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মহিলা নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় পদ্মা নদীতে ডুবে ঐ বৃদ্ধা নিখোঁজ হয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা।

নিখোঁজ মিনু বেগম পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার মধ্য বাঘরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা থেকে আগত ডুবরির দল পদ্মায় ৪ ঘন্টা চেষ্টা করেও ওই বৃদ্ধার কোন হদিস পায়নি ডুবুরি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার সময় পদ্মার পাড়ে মিনুকে তারা একা বসে থাকতে দেখেন। অল্প কিছুক্ষণ পর ওই মহিলাকে তারা দেখতে না পেয়ে পদ্মার তীরে এগিয়ে আসেন। পরে নদীর তীরে মহিলার গায়ে ব্যবহারের বোরখা, মোবাইল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী কিস্তির স্যারেরা। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া না গেলে নিখোঁজ মিনুর মোবাইলে ফোন আসে তার স্বজনদের। পরে তার স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ডুবরির দল দীর্ঘক্ষণ পদ্মা নদীতে চেষ্টা চালিয়ে বৃদ্ধাকে উদ্ধারে ব্যর্থ হয়।

মিনুর স্বজনরা জানায়, মিনুর দুই ছেলে প্রবাসে থাকেন। ছেলেরা গত দুইমাস ধরে কোন টাকা পাঠায়নি। ফলে মিনু এনজিওর কিস্তি দিতে ব্যর্থ হয়। অপরদিকে সময় মতো এনজিও কিস্তি পরিশোধ করতে না পাড়ায় এনজিওর কর্মীদের প্রচন্ড চাপ ও অশালীন আচরনে অত্মহত্যার পথ বেছে নেয় সে।

এ বিষয়ে দোহারের ফুলতলা ফাঁড়ির পুলিশ উপ-পরির্দশক শফিকুল ইসলাম সুমন বলেন, ঢাকা থেকে আগত ডুবরির দল মিনুর মৃতদেহ ৪ ঘন্টা ব্যাপী উদ্ধারের চেষ্টা করেও তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!