নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় শিলাকোঠা ফুটবল ক্লাব বনাম কার্তিকপুর একাদশ দল অংশ গ্রহণ করেন। ৯০ মিনিটের টানটান উত্তেজনামূলক এ খেলায় টাইব্রেকারের মাধ্যমে ৫-২ গোলে শিলাকোঠা ফুটবল ক্লা কে পরাজিত করে কার্তিকপুর একাদশ দল বিজয় লাভ করে।
এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এবং খেলাটি উদ্বোধন করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
এ ছাড়াও নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদ মিয়ার সার্বিক পৃষ্ঠপোষকতা খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুর রহমান কামাল, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ছাত্রলীগ নেতা জামিল মাহমুদসহ আরও অনেকে।