নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
‘পরিবর্তরশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান এবং নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাসুম আলম, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আলো মাসুদ টুটুলসহ আরও অনেকে।