সিনিয়র প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো মোঃ সৌরভ (২৩) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (২৮)। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিসে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত সৌরভ ও শাহাদাত হোসেন নামে দুই দালালকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত সৌরভ কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর গ্রামের সালাউদ্দিন আহমেদ এর ছেলে এবং শাহাদত হোসেন একই ইউনিয়নের নুরপুর পুর গ্রামের মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে ।