31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারের নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার অরঙ্গবাদের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেনের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমাদের দোহার-নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমান আবারও নৌকার নমিনেশন পাবে। তিনি কথা দিয়েছিলেন নয়াবাড়ি ইউনিয়নকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করবেন। ২৬৮ কোটি টাকা ব্যয়ে নয়াবাড়ি ইউনিয়নকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করে দিয়েছেন। তিনি তার কথা রেখেছেন। নয়াবাড়ি ইউনিয়ন বাসীর কাছে আমার অনুরোধ আপনারা সালমান এফ রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও সংসদে পাঠাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাবেন।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মোল্লা মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!