সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে রাফিয়া ইসলাম (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা খালপাড়ে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া ইসলাম লালমাটিয়া মহিলা কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান শাহিদা খানম এর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাফিয়া তার নানার বাড়ির উঠানে খেলা করছিল। এমন সময় খেলতে খেলতে খালপাড়ের খান বাড়ির পুকুরের পাশে চলে এসে পানিতে ডুবে যায়। এ সময় বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় নিহত রাফিয়া ইসলামকে কেউ খেয়াল করেননি। এ সময় এক শিশু দৌড়ে এসে তার বাড়িতে রাফিয়ার ডুবে যাওয়ার কথা জানালে তাৎক্ষণিক ভাবে লোকজন এসে পুকুরে কিছু দেখতে না পেয়ে পানিতে নেমে তল্লাশি চালায়। পরে রাফিয়াকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে দ্রæত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার খবর পেয়ে নিহত রাফিয়ার মা তার নিজ কর্মস্থল থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানা গেছে।