সাইফুল সুজন ও বসির আহমেদ :
থৈ থৈ পানি, মাঝি-মাল্লার বৈঠার ছন্দ আর হাজার হাজার দর্শনার্থীর হৈ হৈ রব, কাঁশি-বাঁশি আর ঝাঁঝরের সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখরিত হওয়ার মধ্যে দিয়ে মঙ্গলবার (২৯ আগষ্ট) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় এলাকার ইছামতি নদীতে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপজেলার দিঘীরপাড় নও-মুজাহিদ ক্লাবের উদ্যোগে নদীর দুই কুল জুড়ে নৌকা বাইচ দেখতে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হয়। এ সময় ঢাকাসহ আশেপাশের মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দর্শনার্থীরা তাদের পরিবার নিয়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হন। এই বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিভিন্ন খাবার ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলার আয়োজনও হয় বেশ।
এ সময় নৌকা বাইচে নবাবগঞ্জের স্থানীয় নৌকাসহ ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঘাসি ও খেলনা নৌকা এবং ছোট বড় অনেক নৌকা অংশগ্রহণ করেন।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতাটি শহিদুল ইসলাম লিটন এর সভাপতিত্বে নৌকা বাইচ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
এ সময় নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম স্থান অর্জনকারী দলের হাতে ১টি অকর্ষণীয় মোটরসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে ১টি করে ফ্রীজ ও বাইচে অংশগ্রহণকারী সকল নৌকার জন্য একটি করে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বাইচে আমন্ত্রীত অতিথিরা।