সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় দোহার ভেটেরিনারী একাদশ বনাম নবাবগঞ্জ ভেটেরিনারী একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার জয়পাড়া বড় মাঠে এ খেলা অুনষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নবাবগঞ্জ ভেটেরিনারী একাদশকে ২-১ গোলে পরাজিত করে দোহার ভেটেরিনারী একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় খেলায় শত শত দর্শকদের আগমনে ভরে উঠে মাঠের কানায় কানায়। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি আনন্দ উল্লাসে উপভোগ করেন দর্শকসহ খেলায় আমন্ত্রিত অতিথিরা।
দোহার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর, ডিলার, ফার্মেসী, ভেটেরিনারী রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর আয়োজনে খেলায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শামীম হোসেন, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি মোঃ আবুল হাশেম, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সাধারণ সম্পাদক ও ডিলার মোঃ নূরু মোল্লা, ডিলার মোঃ শাহজাহান, ফার্মার নাফিস চৌধুরী, ভেটেনারী রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর মোঃ রমজান আলী খোকনসহ আরও অনেকে। এ সময় খেলা শেষে বিজয়ী দলের মাঝে বিজয়ী ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।