সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ জুলহাস (৩৫) ও মনির খান (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (২৩ আগষ্ট) উপজেলার পানকুন্ডুর গদিষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ জুলহাস শিলাকোঠা বাংলা বাজার এলাকার মৃত শেখ লতিফ এর ছেলে ও মনির খান নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মান্নান খান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানকুন্ডুর গদিষ্ট্যান্ড সংলগ্ন এলাকার পাকা রাস্তার পাশে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে তাদের কাছে থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দোহার থানা ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে দোহার থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে।