নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কেতু মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার কোমরগঞ্জের বাহ্রা ব্রীজ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। মৃত কেতু মোল্লা উপজেলার বোয়ালী গ্রামের মোঃ একলাছ মোল্লার পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত কেতু মোল্লা দুপুরের দিকে গোসল করতে নেমে সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। পরে তাকে আর নদীতে দেখা না যাওয়ায় স্থানীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর তাকে আর উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে সংবাদ পেয়েই তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে দোহার ফায়ার সার্ভিসের দল উপস্থিত হয়। পরে দোহার ফায়ার সার্ভিস ঢাকার ডুবুরী দলকে খবর দিলে ডুবুরী দল এসে অনেক চেষ্টার পর বিকেল পৌনে ৪টার দিকে মাঝ নদী থেকে ঔই যুবকের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃতের পিতা মোঃ একলাছ মোল্লা বলেন, আমার ছেলে কেতু মানসিক ভারসাম্যহীন ছিল। কিন্তু কখন ও কিভাবে এ ঘটনা ঘটল আমরা কিছু বুঝতে পারছি না।
দোহার উপজেলা ফায়ার সার্ভিস এর কর্মকর্তা তামীম হাওলাদার বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ঢাকার ডুবুরী দলকে খবর দিলে তারা মৃত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে।