সাইফুল ইসলাম সুজন, নবাবগঞ্জ প্রতিনিধি :
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে উপকার ভূগী পরিবারের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে টিসিবি এর পণ্য বিতরণ শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ আগস্ট) ঢাকা নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়ন পরিষদে এ পণ্য বিতরণ করা হয়।
চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক এ কার্য্যক্রমের উদ্ভোধন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে গরিব মেহনতি মানুষের পাশে থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আপনাদেরকে ১০ টাকা মূল্যে চাল ও স্বল্প মূল্যে টিসিবি পণ্য আপনাদের হাতে পৌঁছে দিচ্ছেন। তাই আবারও জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে হবে।
এ সময় চুড়াইন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৭৪১জন কার্ড ধারীর মধ্যে এ পণ্য বিতরণ করা হয়। এর মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি ডাল, ও ১০০ টাকা দরে ২ কেজি ভোজ্য তেলসহ মোট ৪৭০ টাকায় এ টিসিবির পণ্য পেয়ে খুশি ক্রেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য শেখ সুজন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেটসহ চুড়াইন ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।